ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা, ছবি: সংগৃহীত

লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনের উদ্ধার কাজ শুরু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে উদ্ধারকারী রিলিফ ট্রেন (হাইড্রোলিক টুল ভ্যান) ও রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনের উদ্ধার কাজ শুরু করে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এদিকে, ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় ময়মনসিংহ - ভৈরব, মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিন্টেনডেন্ট জহুরুল ইসলাম বলেন, ‘লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধার করতে রিলিফ ট্রেন ও রেলওয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।'