কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে, ছবি: সংগৃহীত

প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে, ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্য প্রবাহ। টানা প্রায় এক মাস শৈত্য প্রবাহ চলে এ জেলার ওপর দিয়ে। এরপর প্রায় এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও কনকনে ঠাণ্ডায় দুর্ভোগ পড়েছে কুড়িগ্রামের মানুষজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। ফলে জনদুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা মো. সাইদুল রহমান ও আকবর আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘তাপমাত্রা কিছু দিন ভাল থাকার পর আবারও ২-৩ দিন ধরে সূর্য ওঠে না। ঠাণ্ডায় ঘর থেকে বাইরে যেতে পারছি না। কাজও করতে পারছি না। খুব বিপদে আছি।

বিজ্ঞাপন