শিবালয়ে ইভটিজিং-এর দায়ে বখাটের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

শিবালয়ে ইভটিজিং-এর দায়ে বখাটের কারাদণ্ড

শিবালয়ে ইভটিজিং-এর দায়ে বখাটের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী পাইলট গার্লস স্কুলের সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে স্বপন ইসলাম (২২) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার নেহালপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন বার্তা২৪.কম-কে জানান, দীর্ঘদিন ধরে উথুলী পাইলট গার্লস স্কুলের মেয়েদের ইভটিজিং করে আসছে স্বপন। পরে বিকেলে বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার সময় তাকে আটক করে দণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন