পীরগাছায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, ছবি: বার্তা২৪.কম

তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় আবারো জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। মাঘের কনকনে শীত ও হিমেল হাওয়ায় ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। গত চার দিন ধরে দুপুরের দিকে একটু সূর্যের দেখা মিললেও তাপমাত্রার উন্নতি হচ্ছে না। ফলে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন বেশি। অনেকের শীতবস্ত্র কেনার মতো সামর্থ্যও নেই। তাই খড় ও শুকনা পাতা কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। রাতের বেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে শীত। তীব্র শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল। এই শীতে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন মানুষজন।

বিজ্ঞাপন
ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন বেশি

বুধবার (২২ জানুয়ারি) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বার্তা২৪.কমকে বলেন, 'শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।'

বিজ্ঞাপন