ট্রাকের নিচে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি/ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি/ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ট্রাকের নিচে পড়ে হাবিবুর (৩৮) ও মোজাহার (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


নিহত হাবিবুর নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে। আর মোজাহার একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।


পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, ওই দুই মোটরসাইকেল আরোহী একটি চাল ভর্তি ট্রাককে (রাজ মেট্রো-ট-১১-০২০৯) ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যান।

বিজ্ঞাপন

এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দুপুর ২ টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক মিলন পলাতক রয়েছে।