মৌলভীবাজারে ৯ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় এ ধর্মঘট স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১ জানুয়ারি শ্রীমঙ্গল ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজার জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। তবে ধর্মঘট ৯ ঘণ্টা চালার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়। আগামী ২৭ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন। এ কারণে ২৭ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মৌলভীবাজারে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি