কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরণের নৌযান চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচলের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছে, গতরাত ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটের দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ঘাটের দুই প্রান্ত থেকে ছেড়ে আসা ৯টি ফেরি নদীর বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে।

এদিকে শুক্রবার সকাল ৯ টা থেকে কুয়াশার কমে যাওয়ায় সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে পড়া ফেরিগুলো ঘাটে নোঙ্গর করা শুরু করেছে।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল হালীম বলেন, ঘন কুয়াশার কারণে রাত ১২ টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার কারণে এই মাত্র (সকাল ৯ টা) থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।