মানিকগঞ্জে মাদক বিক্রির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযুক্ত মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

অভিযুক্ত মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য বিক্রি ও বহনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই যুবকদের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, এমদাদুল হকের ছেলে মো. স্বপন (২৪), আমজাদ হোসেনের ছেলে রাজিব আহমেদ (২৭) এবং মৃত যতিন্দ্র বিশ্বাসের ছেলে আনন্দ কুমার বিশ্বাস (৩৮)।

জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম'কে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সাথে জড়িত রয়েছে ওই তিন যুবক। পরে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ শহরের বেওথা এবং দাশড়া এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক যুবকদের মধ্য থেকে স্বপনকে দুই বছর, রাজিবকে এক বছর এবং আনন্দকে ছয় মাসের কারাদণ্ড দেন বলেও জানান ইনচার্জ।