কুমিল্লায় মুক্তিযুদ্ধের সময়কার মর্টারশেল উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া মর্টারশেল, ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া মর্টারশেল, ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন ও অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) পুকুরে গোসল করার সময় শিশুরা এটি দেখতে পায়। খবর পেয়ে বিকেলে পুলিশ অবিস্ফোরিত ওই মর্টারশেলটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বুড়িচং দেবপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মনিপুর গ্রামের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন একটি পুকুরে রোববার দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এসময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়। এটা একটি অবিস্ফোরিত মর্টারশেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।

তিনি আরো বলেন, সেলটি উদ্ধারের পর ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন