কৃষিজমিতে পুকুর খননে দুই ব্যক্তিকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষিজমিতে পুকুর খনন/ ছবি: বার্তা২৪.কম

কৃষিজমিতে পুকুর খনন/ ছবি: বার্তা২৪.কম

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর মধ্যপাড়া ও সাহাপুর গ্রামে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করায় দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন মামুন সরদার ও আব্দুর রহিম। তাদের যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ওই দুই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে তিন ফসলি জমিতে শ্রমিক দিয়ে পুকুর খনন করছিলেন মামুন সরদার ও আব্দুর রহিম নামে দুজন পুকুর ব্যবসায়ী। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার ১৫ (১) ধারায় মামুন সরদারকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল এবং আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা ও অনাদায়ে এক মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়। তবে জরিমানা দিয়ে দণ্ডাদেশ মওকুফ পান তারা।