সাটুরিয়ায় ২ ড্রেজার পোড়ালেন ইউএনও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সাটুরিয়ায় ড্রেজার পোড়ালেন ইউএনও

সাটুরিয়ায় ড্রেজার পোড়ালেন ইউএনও

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দুটি ড্রেজার পোড়ালেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামের ধলেশ্বরী নদীতে এবং বিকেল ৫টার দিকে দরগ্রাম ইউনিয়নের রুহুলি গ্রামে গাজীখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার দুটি পুড়িয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, অবৈধভাবে ড্রেজার বসিয়ে অসাধু কিছু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছে। এতে করে হুমকির মুখে পড়ে কৃষি জমি ও বসতবাড়ি। পরে অভিযান চালিয়ে ড্রেজার দুটি পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।