গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মেহেরপুরে রবি ফসল নিয়ে দুশ্চিন্তা
মেহেরপুরে গেল মধ্য রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘ আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। এতে রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ অঞ্চলে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে দু’দফা বৃষ্টি আর দেরিতে শীত আসায় গম, ভুট্টা, মসুরসহ শীতকালীন সবজিতে রোগ বালাই বেশি দেখা দিয়েছে।
বুধবার সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। এতে খুব বেশি শীত অনুভূত না হলেও মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকালে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ ছাতা মাথায় দিয়ে বের হয়েছেন। দিনের কাজে চরম বাধা পড়ছে বলে জানান কয়েকজন কর্মজীবী খেটে খাওয়া মানুষ।
চেংগাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, ‘এ সময় গমের শীষ বের হচ্ছে। বৃষ্টিতে এখন নানা রোগের আক্রমণ দেখা দেবে। নিয়ন্ত্রণ করা না গেলে ফলন বিপর্যয় হতে পারে।’
সবজি চাষখ্যাত সাহারবাটি গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘শীতকালের বৃষ্টি ফসলের জন্য খুবই বিপদজনক। রোগবালাই নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে।’
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. আখতারুজ্জামান বলেন, ‘বৃষ্টি কী পরিমাণ হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় চাষিদেরকে ফসলের প্রতি বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে গেলে ক্ষেতে প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে করতে তাগাদা দেওয়া হচ্ছে।’