আশুগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৬৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- সুনামগঞ্জের পাতারিয়া বাজার এলাকাকার গউছ উদ্দি মিয়ার ছেলে মো. মহিম উদ্দিন (২৩), একই জেলার দিরাই এলাকার জালাল উদ্দিনের ছেলে তাবু মিয়া (১৯) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বকুল আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম মজনু (৪৫)।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার যাত্রাপুর ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকার টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৫৭ কেজি গাঁজাসহ তাবু মিয়া ও মহিম উদ্দিন নামের দুইজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে, সকালে উপজেলার যাত্রাপুর এলাকার একটি স’মিলের সামনের সড়কে অভিযান চালানো হয়। এসময় ৬ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম মজনু নামে একজনকে আটক করা হয়।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।