মুখে কালো কাপড় বেঁধে খুন-ধর্ষণের প্রতিবাদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, ছবি: বার্তা২৪.কম

খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মানিকগঞ্জে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঘণ্টাব্যাপী মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে এবং প্রতিবাদী বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন হাতে দাঁড়িয়ে থেকে এই কর্মসূচি পালন করে তারা।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়নের মানিকগঞ্জ জেলা সাবেক সভাপতি এম.আর.লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়ন জেলা সহ-সভাপতি জাকির হোসেন রুবেল, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সহ-সভাপতি রুমা আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ছাত্র ফ্রন্টের জেলার সহ-সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি থেকে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, বর্তমানে দেশে খুন, ধর্ষণ ও সহিংসতার এক ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। বেড়েছে বীভৎস, বিকৃত, রোমহর্ষক খুনের ঘটনা। ধর্ষণ বাড়ছে৷ বেড়েছে নারী ও শিশুদের প্রতি সহিংসতাও৷ কঠোর আইন, প্রচার-প্রচারণা ও উচ্চ আদালতের নানা ধরনের নির্দেশনার পরও নারীর প্রতি সহিংসতা কমছে না৷

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী ২০১৯ সালে এক হাজার ৪১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন ৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৭৩২ জন৷ অর্থাৎ গত বছরের তুলনায় ধর্ষণের ঘটনা দ্বিগুণ বেড়েছে। যা ভয়াবহ বলে উল্লেখ করে সংস্থাটি।

বক্তারা আরও বলেন, দেশের সরকারের কাছে আহ্বান জানাই- খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি দোষীদের শাস্তি দেয়া হোক।