নোয়াখালীতে অভিযানে ফেনসিডিল-মদ উদ্ধার, গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ ও বিয়ার ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুরের পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পেছন থেকে এক মাদক ব্যবসায়ীকে ১৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

পরে ওই মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের তিতাগাজী ভূঁইয়া বাড়ির একটি বসত ঘরে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ, ও ৮টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত শাহজান’র ছেলে মো.গিয়াস উদ্দিন (২৯), কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিতাগাজী ভূঁইয়া বাড়ির মৃত গোলাম মোস্তফা ভূঁইয়া’র ছেলে মোয়াজ্জেম হোসেন ওয়াসিম (৩৮)।

বিজ্ঞাপন

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।