আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় সাইলোর শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

জানা গেছে, আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপে হঠাৎ আগুন লাগে। এ সময় আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাইলোর বিনডেক প্ল্যান্টের ডাস্টের পাইপটি পুড়ে ছাই হয়ে গেছে।

আশুগঞ্জ খাদ্যশস্য সংরক্ষণাগারের সাইলোর বিনডেক প্ল্যান্টের অপারেটর নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।