সেনবাগ থানার ওসি প্রত্যাহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ওসি মিজানুর রহমান

ওসি মিজানুর রহমান

নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার স্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হবে। এছাড়া ওসি মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে।

জানা যায়, গত ১৯ জানুয়ারি ওসি মিজানুর রহমান উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন রাসেলকে থানায় ডেকে নির্মমভাবে নির্যাতন করে। এক পর্যায়ে ওসি গুলি করবে বলেও হুমকি দেন। পরে একই দিন বেলা ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়ার সময় কাউকে কিছু না জানানোর শর্ত দেন। জানালে ক্রসফায়ারে দেবেন বলেও জানান ওসি। পরে যুবলীগ নেতা নোয়াখালী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে অবগত করেন। পরে তদন্ত শেষে ওসি মিজানুরকে কর্তব্যরত থানা থেকে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন