এসএসসির প্রথমদিনে রাঙামাটিতে অনুপস্থিত ২২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে এসএসসি পরীক্ষা, ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে এসএসসি পরীক্ষা, ছবি: বার্তা২৪.কম

এসএসসি পরীক্ষার প্রথমদিনে পার্বত্য জেলা রাঙামাটিতে অনুপস্থিত ছিলো ২২ শিক্ষার্থী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ২৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ১৭ জন ছাত্রী ও ৫ জন ছাত্র পরীক্ষার হলে উপস্থিত হয়নি বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল হুদা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবারের এসএসসি পরীক্ষায় ১৯টি কেন্দ্রে ২ হাজার ৯৬৭ ছাত্র ও ৩ হাজার ৪১৭ ছাত্রীসহ মোট ৬ হাজার ৩৪৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪টি কেন্দ্রে ৩২৪ ছাত্র ও ২১৭ জন ছাত্রীসহ মোট ৫শ ৪১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৫ কেন্দ্রে অংশগ্রহণ করেছে সর্বমোট ৪শ ২৬জন। তারমধ্যে ছাত্র ২৫৭ জন ও ১৬৯ জন ছাত্রী।

রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে সোমবার এসএসসি পরীক্ষায় সর্বমোট ৭ হাজার ৩৫১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন