কুমিল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক
কুমিল্লায় ৭২৫ পিস ইয়াবাসহ ছয়টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, দুপুরে র্যাব-১১ এর কুমিল্লার একটি অভিযানিক দল কুমিল্লার কোতয়ালী থানাধীন চাঁনপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৭২৫ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৩০০ টাকাসহ মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন ওরফে শুক্কুর, শরিফুল ইসলাম ওরফে তানিম ও রিয়াজ মোর্শেদকে আটক করা হয়। আটককৃতরা সকলে চাঁনপুর এলাকার বাসিন্দা।
মেজর তালুকদার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।