নবীগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটায় অভিযান

ইটভাটায় অভিযান

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা হিরো ব্রিক ফিল্ড গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিলেট জলবায়ু ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইশরাত জাহান পান্না।

বিজ্ঞাপন

তিনি জানান, নবীগঞ্জ উপজেলার লিপাইগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর চরে সরকারি খাস জায়গায় বিশাল এলাকা নিয়ে অবৈধভাবে হিরো ব্রিক ফিল্ড স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের মিহির রায়সহ কয়েকজন ব্যক্তি। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ব্রিক ফিল্ডের কাগজপত্র চাইলে কর্তৃপক্ষ কিছুই দেখাতে পারেনি। পরে বোলডোজার দিয়ে ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান ইশরাত জাহান।

বিজ্ঞাপন

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ইনাতগঞ্জ সহকারী তফসিলদার সাহেদ আহমেদ ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ সদস্য।