ফরিদপুরে দুই ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরে দুই ভুয়া র‌্যাব গ্রেফতার

ফরিদপুরে দুই ভুয়া র‌্যাব গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় মানিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব পরিচয়ে প্রতারণা করার দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুই প্রতারককে আটক করা হয় বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস ফকিরের ছেলে জনি ফকির (২৯) ও সদর উপজেলার গোয়ালচামট মোল্যা বাড়ি সড়ক এলাকার আবু তাহের বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস (৩০)।

ফরিদপুর র‌্যাবের সিনিয়র এএসপি শোয়েব আহম্মেদ খান জানান, জনি ও ফরিদ নিজেদেরকে র‌্যাব সদস্য এমনকি র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে ওই এলাকার সাধারণ জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেদেরকে র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে মামলার সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন