ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ১০ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তের ঘুঘিয়া আনারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার বনগাঁও গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী কুলসুম (৪৫) ও তার সন্তান জুয়েল (৬), মনপুরার আকলিমা (২৫) ও তার সন্তান মরিয়ম (৪), সানজিদা (১), তানজিলা (২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হুমায়ুন কবিরের ছেলে জাকির হোসেন (৩৫), সুনামগঞ্জ জেলার বনগাঁও গ্রামের মৃত রাকিব আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০), খুলনা জেলার নবণচড়া গ্রামের মৃত হাসমত বিশ্বাসের মেয়ে খুরশেদা জরিনা (৩০) এবং যশোর শার্শা উপজেলার মাইসাকুরা গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে লিপি আনসারী (২৫)।
১৬ বিজিবি'র বাঙ্গাবাড়ী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।