আশুগঞ্জে ২ মাংসের দোকানে জরিমানা, মাংস জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

উপজেলার আড়াইসিধা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত/ছবি: বার্তা২৪.কম

উপজেলার আড়াইসিধা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত/ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইটি মাংসের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ কেজি মাংস জব্দ করা হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা বাজারে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এতে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার বার্তা২৪.কমকে বলেন, সকালে আড়াইসিধা বাজারের কয়েকটি মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় ফ্রিজে অপরিচ্ছন্ন অবস্থায় পুরাতন মাংস রাখার জন্য সেলিম মিয়াকে ১০ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স না থাকার জন্য আঙ্গুর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০ কেজি মাংস জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, জব্দকৃত মাংসগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

এই ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।