জলঢাকায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টটির আয়োজন করা হয়/ছবি: বার্তা২৪.কম

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টটির আয়োজন করা হয়/ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর জলঢাকায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে গাজীপুর জেলার জাবিদ হাসান সোহেল ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় দিনাজপুর জেলার আমিন স্পোর্টস ক্লাব।