কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার জগন্নাথ দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে যায়। এ সময় এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এছাড়া আহত হয় বাসের আরও ১০ যাত্রী।
পরে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি, চৌদ্দগ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- ওই কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের (৪৬) ও বাসের সুপারভাইজার ঢাকার মিরপুর পল্লবী এলাকার আবদুল হাকিম সরকারের ছেলে মো. রাসেল (৩৫)।
ছিদ্দিকুর রহমান আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।