হরিরামপুরে বাল্যবিয়ে পণ্ড, বরসহ ২ জনের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে এক বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে বাল্য বিয়ের চেষ্টা করায় বর ও বরের এক অভিভাবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত হলেন, একই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (বর) (২২) এবং বরের অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।

হরিরামপুর সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন বার্তা২৪.কম-কে জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর বাল্যবিয়ের চেষ্টা করায় বর ও বরের অভিভাবকের জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন