কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিমসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, উপজেলার পশ্চিমসিং এলাকায় ডাকাতদের উপস্থিতির খবর পেয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিক অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডি‌বি) পুলিশ ও বু‌ড়িচং থানা পু‌লি‌শের যৌথ দল। এ সময় একাধিক মামলার আসামি মাজাহারুল নামের ওই ডাকাত পুলিশের সঙ্গে বন্ধুকযু‌দ্ধে নিহত হন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ডিউটি অফিসার এএসআই মহসিন বার্তা২৪.কম-কে বলেন, ‘বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে, এটা সত্য। তবে সিনিয়র অফিসাররা এ ঘটনার বিস্তারিত পরে জানাবেন।’

বিজ্ঞাপন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মো. সামছুদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, ‘সোমবার ভোরে বুড়িচং থানার এএসআই দেলোয়ার হোসেন বাহক হিসেবে মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ নিয়ে আসেন। তার পিতার নাম মৃত মঈন উদ্দিন। তবে বিস্তারিত পরিচয় আমরা জানতে পারিনি। সকালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।’