ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় একই দিনে দুই শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ‘জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমানে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এটি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। গত ২৮ জানুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে বাক প্রতিবন্ধী এক শিশু ও একই দিন বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নোয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের যুগ্ম-আহবায়ক এবিএম আবদুল আলীম, আক্তারুল ইসলাম, আমিরুল ইসলাম হারুন, আবুল হাসেম, মেহেদী হাসানসহ দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেন।