সাভারে ব্যাটারি কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রামমাণ আদালত ব্যাটারি কারখানা দুটিকে সিলগালা করে/ছবি: বার্তা২৪.কম

ভ্রামমাণ আদালত ব্যাটারি কারখানা দুটিকে সিলগালা করে/ছবি: বার্তা২৪.কম

সাভারে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সিলগালাসহ আরো একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে লিজেন্ড ব্যাটারি ও জেলটেক লিমিটেড ব্যাটারি কারখানা ব্যাটারি প্রস্তুত করে বাজারজাত করে আসছে। এতে করে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। পরে ওই কারখানায় অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়। পরে ওই প্রতিষ্ঠান দুটির পাশেই অবৈধভাবে গড়ে ওঠা সেভেন স্টার নামে একটি র‌্যাগ তৈরির কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা উজ্জল বড়ুয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন