ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন কাজল স্টোরের মালিক মাসুদুল হক, মমিন কনফেকশনারীর পরিচালক মমিন খান, মোতালেব ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুল মোতালেব ও সার ব্যবসায়ী গিয়াস উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের দুপাশ দখলমুক্ত ও সড়ক যানজট মুক্ত রাখতেই এই অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা কমিশনার (ভূমি) সাইদা পারভীন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।