ফেনীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজি, আটক-১
ফেনীতে র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো: ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফেনীর পৌরসভার রামপুর রাস্তার মাথা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র্যাব পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শহরের রামপুর এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। ওই সময় ফেনী পৌরসভার রামপুর রাস্তার মাথা সংলগ্ন একটি বাড়ি থেকে র্যাবকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইকবাল। পরে তাকে ধাওয়া করে তার পকেট থেকে চাঁদাবাজির ৪৭ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ইকবাল ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার বাসিন্দা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।