রাঙ্গামাটিতে বিএফডিসির অভিযানে ১৫০০ কেজি মাছ জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙ্গামাটিতে মাছ জব্দ

রাঙ্গামাটিতে মাছ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫০০ কেজি মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কয়লারমুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছের চালান আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, মাছগুলোর বাজারমূল্য ৩,০০০০০ টাকা। দিঘীনালা, মারিশ্যা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাছগুলো নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। সরকারকে ৬৫০ কেজির রাজস্ব দিয়ে প্রায় ১৫০০ কেজি মাছ নিয়ে যাচ্ছিল তারা। এমনকি ছোট মাছের রাজস্ব দেখিয়ে বড় মাছ নেওয়া হচ্ছিল। মাছগুলো রাঙামাটি বিএফডিসি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।