মসলায় বিষাক্ত রং ও কাঠের গুঁড়া, ব্যবসায়ীকে জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হলুদ-মরিচের মসলায় বিষাক্ত রং ও কাঠের গুঁড়া মিশিয়ে ভেজালের দায়ে আবদুল ওয়াহেদ নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার আঠারোবাড়ি বাজারে আব্দুল ওয়াহেদের দোকান রয়েছে। তিনি ওই দোকান থেকে কাঠের গুঁড়ার সঙ্গে বিষাক্ত রং মিশিয়ে ভেজাল হলুদ ও মরিচের মসলা তৈরি করতেন। গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে ওই দোকানে অভিযান চালান ভ্রমমাণ আদালত। পরে দোকানের মালিক আব্দুল ওয়াহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন নিশ্চিত করে বলেন, ‘খাদ্য পণ্যে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্যের মিশ্রণের জন্য ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন