সাভারে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

আদর মাদকাসক্ত নিয়াময় কেন্দ্র/ছবি: বার্তা২৪.কম

আদর মাদকাসক্ত নিয়াময় কেন্দ্র/ছবি: বার্তা২৪.কম

সাভারে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে জাহাঙ্গীর মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে যুবকটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সাভারের তালবাগ এলাকার একটি ভাড়া বাসায় থেকে বড় ভাইয়ের সঙ্গে রেস্টুরেন্টের ব্যবসা করতেন।

জাহাঙ্গীরের বড় ভাই মানিক জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রেডিও কলোনীর উত্তরা মার্কেটের আদর নামের মাদকাসক্ত নিয়াময় কেন্দ্রে জাহাঙ্গীরকে ভর্তি করা হয়। রাতে ফোন করলে রিহ্যাব সেন্টারের লোকজন জানায় তার ভাই ভাল আছে। কিন্তু সকালে বার বার ফোন করেও কাউকে পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে মাদকাসক্ত কেন্দ্র থেকে জুয়েল নামে এক ব্যক্তি ফোন দিয়ে মানিককে এনাম মেডিকেলে আসতে বলেন। খবর পেয়ে হাসপাতালে গেলে জাহাঙ্গীরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কাউকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহারাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।