ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

  • উপজেলা, করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় খুকিমনি নামে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা গেছে, খুকি মনি ডৌহাখলা ইউনিয়নের স্বল্প ডৌহাখলা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। সে জ্বর সর্দিতে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় তাকে ডৌহাখলা বাজারের রিফাত মেডিকেল হলে নিয়ে যান। সেখানে ডাক্তার আব্দুর রশিদ শিশুটিকে জক্স ও এজোসিন ওষুধ খাওয়ালে তার শারীরিক অবস্থার অবনতি থাকে। পরে ওইদিন রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে খুকিমনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাতুড়ে ডাক্তার আব্দুর রশিদ ফার্মেসি থেকে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ওই ফার্মেসিতে তালা লাগিয়ে দেয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, 'শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মরদেহর ময়নাতদন্ত করার জন্য পরিবারের সাথে কথা বলছি। হাতুড়ে ডাক্তারকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।'

বিজ্ঞাপন