রাতে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

রাতে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন/ফাইল ফটো

রাতে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন/ফাইল ফটো

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার ব্যবস্থাপনায় রাজবাড়ী রেলস্টেশন থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে একটি বিশেষ ট্রেন।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার এ বিষয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১১৯তম বার্ষিক পবিত্র ওরস শরীফে যোগ দেবেন বিশেষ এই ট্রেনের যাত্রীরা।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বিশেষ এই ট্রেনের লিডার হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কমকে বলেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে পবিত্র ওরস উপলক্ষে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছরও রাজবাড়ী থেকে ভারতের উদ্দেশে আজ রাতে একটি ট্রেন ছেড়ে যাবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবার ট্রেনে মোট ২ হাজার ৩২৩ জন যাত্রী মেদিনীপুরে গমন করবেন। এর মধ্যে ১ হাজার ২২০ জন পুরুষ, ৯৩৩ জন নারী ও ১১০ জন শিশু রয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাতে ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।