৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে কয়েক শত যানবাহন। তবে কর্তৃপক্ষ বলছে কিছু সময় পরই ঘাটে কোন গাড়ির চাপ থাকবে না।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াশা কমে গেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে ঘন কুয়াশার কারণে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বার্তা ২৪.কম-কে বলেন, বেলা ১১টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমান ১৫টি ফেরি এই নৌরুটে চলাচল করছে।
ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য যে সকল যানবাহন অপেক্ষায় ছিল সেগুলো ধীরে ধীরে পার করা হবে বলেও তিনি জানান।