সাভারে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে সড়ক অবরোধ শ্রমিকদের, ছবি: বার্তা২৪.কম

সাভারে সড়ক অবরোধ শ্রমিকদের, ছবি: বার্তা২৪.কম

বকেয়া বেতনের দাবিতে সাভারের সার্ক নীটওয়্যার লিমিটেড পোশাক কারখানার আঞ্চলিক সড়ক অবরোধকারী শ্রমিকরা রাস্তা থেকে সরে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্দেশে রওনা করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার সাভার-বিরুলিয়া-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ শেষে তারা বিজিএমইএ'র উদ্দেশে রওনা দেয়।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় সার্ক নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা সাভার-বিরুলিয়া-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুন: সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, রোববার বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। পরে সকাল থেকে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে বিজিএমইএ'র উদ্দেশে রওয়ানা দেন তারা।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।