ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দিনপঞ্জিকায় ফাল্গুন মাসের গণনা শুরু হলেও মেহেরপুরে বয়ে যাচ্ছে মাঘের কুয়াশা। গেল দুই দিন মধ্য রাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। এতে জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে তেমনি যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।

শনিবার মধ্য রাত থেকে শুরু হয়েছে কুয়াশা। যার কারণে আম ও লিচুর ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা।

বিজ্ঞাপন

মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালক আব্দুর রাজ্জাক বার্তা২৪.কমকে বলেন, কুয়াশায় ১৫-২০ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে বাস চালাতে হচ্ছে।

কুয়াশার চাদরে ঢাকা পুরো মেহেরপুর, ছবি: মেহেরপুর

উত্তরবঙ্গ থেকে পাথর নিয়ে আসা ট্রাক চালক আতিয়ার রহমান বলেন, কুয়াশায় গাড়ি চালানো যাচ্ছে না। রাত দুইটার দিকে কুষ্টিয়া বাইপাসে থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে আড়াই ঘণ্টা।

বিজ্ঞাপন

এদিকে ঘন কুয়াশায় রাস্তাঘাটে মানুষের তেমন দেখা মিলছে না। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষেরা। কুয়াশার সঙ্গে শীতের তীব্রতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।