সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার) ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাভারে পাথর বোঝাই ট্রাক চাপায় রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রিকশাচালক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রশিদ খান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সুখহাটি গ্রামের সাইফুর রহমানের ছেলে। তিনি সাভারের পানপাড়া এলাকায় প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকত ও একেএইচ পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, সকালে অফিসে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলো রশিদ। এ সময় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রশিদ। দুর্ঘটনাস্থলের পাশ থেকে এক রিকশা চালককে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বার্তা২৪.কমকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।