বিদ্যুতের তারে আটকে থাকা শালিককে উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শালিক পাখিটিকে উদ্ধার করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

শালিক পাখিটিকে উদ্ধার করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

দুইদিন ধরে বিদ্যুতের পিলারের তারের সঙ্গে আটকে ছিল শালিক পাখিটি। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীদের অবহিত করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় পাখিটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ বিশ্বরোডস্থ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার ও রোববার পাখিটি পল্লী বিদ্যুতের তারের সঙ্গে আটকে পড়ে। সুমন নামের স্থানীয় এক বাসিন্দা প্রথমে পাখিটি দেখতে পান। পরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

চাঁদপুর পল্লী বিদ্যুতের লাইন ম্যান জহিরুল ইসলাম জানান, পাখিটির একটি পায়ে ক্ষত হয়েছে। তবে বিদ্যুতের তার থেকে সরিয়ে দেয়া হলে পাখিটি উড়ে যায়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, ‘পাখির প্রতি মানুষের মমতা দেখে খুবই ভালো লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধারের চেষ্টা করি।’