আমতলীতে বেইলি ব্রিজ ভেঙে ৩ দিন ধরে যান চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

আমতলীর বেইলি ব্রিজটি ভেঙে গেছে, ছবি: সংগৃহীত

আমতলীর বেইলি ব্রিজটি ভেঙে গেছে, ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে একটি বেইলি ব্রিজ ভেঙে ৩ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আমতলী ও তালতলী উপজেলার ২ লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, বেইলি ব্রিজের দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে মালবাহী ট্রাক ও বাস। গত শনিবার বেইলি ব্রিজটি ভেঙে যায়।

বিজ্ঞাপন

বরগুনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে সড়কটি আমাদের বিভাগে আনার প্রক্রিয়া চলমান আছে। সড়কটি আনা হলে তারপর সংস্কার করা হবে।’

আমতলী উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই সড়কটি আমাদের আওতায় ছিল। এটা এখন সড়ক ও জনপথ বিভাগ নিয়ে গেছে। এটা তারা সংস্কার করবে।’

বিজ্ঞাপন

বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, ব্রিজটি যে দপ্তরের হোক না কেন তা দ্রুত মেরামতের ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করা হবে।