করোনাভাইরাসে আক্রান্ত নন চীন ফেরত রায়হান
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী রায়হান আহমেদের (২৮) শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়নি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এ খবর জানিয়েছেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রোববার রাতে রায়হান হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার রক্তের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মোবাইল ফোনে জানানো হয়েছে তার রক্তে করোনাভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এখনও রিপোর্টের কপি হাতে আসেনি।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীমা আক্তার বলেন, রায়হান আহমেদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া না যাওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাত ১০টার দিকে তিনি বাসায় চলে গেছেন।
রোববার সন্ধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রায়হান আহমেদ হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।
তিনি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল নূরের ছেলে। চীনের জিয়ানশি প্রদেশে ইন্টার্ন করতে গিয়েছিলেন রায়হান। সম্প্রতি করোনাভাইরাসের কারণে তিনি চীন থেকে দেশে ফিরে আসেন।