সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের হেমায়েতপুরে একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের একটি পোশাক কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক এ বিক্ষোভ করেন।।

বিজ্ঞাপন

শ্রমিকদের অভিযোগ, ঠিক সময়ে বেতন দিতে এই কারখানা কর্তৃপক্ষ তালবাহানা করে। বিক্ষোভ কর্মসূচি অথবা আন্দোলন ছাড়া আমরা বেতনই পাচ্ছি না। সারা মাস কষ্ট করে ঘাম ঝরিয়ে কাজ করে মাস শেষে আন্দোলন করে বেতন নেওয়া খুবই কষ্টদায়ক। আমরা খুবই নাজুক অবস্থায় আছি, এই সংকট থেকে আমরা মুক্তি চাই। প্রতি মাসের বেতন নির্দিষ্ট তারিখে পরিশোধের দাবি জানাই। গত জানুয়ারি মাসের বেতন পরিশোধের কথা থাকলেও কোনোভাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। এ কারণে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

কারখানার সামনেই শ্রমিকরা বিক্ষোভ করেন

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন বার্তা২৪.কম-কে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।