‘মুজিব বর্ষে গৃহহীনদের জন্য ২ হাজার কোটি টাকা’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

মুজিব বর্ষ উপলক্ষে ২ হাজার এক’শ কোটি টাকা গৃহহীনদের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে বইমেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ডা. এনামুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে গৃহহীনদের জন্য ভূমিসহ ঘর করে দেওয়া হবে। সেই ঘরগুলো টিনের চালের পরিবর্তে কংক্রিটের ছাদ করে দেওয়া হবে। ২০২১ সালের আগেই ভূমিহীনদের মাঝে এই সব ঘর হস্তান্তর করা হবে।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বইমেলার পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর ছবি প্রর্দশনী করা হবে। এই মেলায় ২৫টি স্টলে বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যাবে।