গোয়ালন্দে প্রথমবারের মতো শুরু হয়েছে বইমেলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বার্তা২৪.কমকে বলেন, ‘এবারই আমরা রাজবাড়ী জেলার মধ্যে প্রথম উপজেলা পর্যায়ে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করেছি। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় বইমেলার পর্দা নামবে।’
তিনি জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলার শেষ দিনে উপজেলার চার শিক্ষক ও একজন নারীকে গুণীজন সম্মাননা দেয়া হবে এবং ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের বইমেলায় মোট ১৫টি স্টল রয়েছে বলেও জানান তিনি।