গোপালগঞ্জে পণ্য মেলা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জ পৌরপার্কে এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জ পৌরপার্কে এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জে ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরপার্কে এ মেলা শুরু হয়। মেলায় ৫০টি স্টল বসেছে। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য দেন।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ ও উৎসাহিত করতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিন সন্ধ্যায় এই মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলার স্টলগুলো খোলা থাকবে।