সাভারে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
সাভারে মনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন।
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোরপুল এলাকার রমিজ ভান্ডারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশকে না জানিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে দাফন করেছে স্বজনরা।
নিহত মনোয়ারা বেগম ওই এলাকার মৃত মো. বিল্লাল ফকিরের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন।
এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধা তার নিজ ভাড়া বাসার গোসলখানায় গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের। কিন্তু ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা কি কারণে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করবে এবং কেনই বা পুলিশকে না জানিয়ে দাফন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করে পুলিশ।
সাভার মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বিষয়টির তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।