শতভাগ মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিতে দেশ এগিয়ে নেয়া সম্ভব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বার্তা২৪.কম

বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বার্তা২৪.কম

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, `দেশকে উন্নতির দিকে ধাবিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা এখন উন্নয়নশীল দেশের দিকে অগ্রসর হচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত করতে পারলেই দেশ বিশ্বের বুকে এগিয়ে নেয়া সম্ভব।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শ্রেণি পাঠদান সম্পন্নকরণের লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভার আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। বাস্তবায়নে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, একাডেমিক শিক্ষা অফিসার মিয়াদ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন