গৌরীপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে মাছচাষি নিহত

  • উপজেলা করেসপন্ডেট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, ছবি: বার্তা২৪.কম

ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান খান (৪৫) নামে এক মাছচাষি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরোশিরা গ্রামের সমরেশ খানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুর রহমান খান নিজবাড়িতে মাছ চাষের পাশাপাশি গ্রামের অন্যান্য মাছ চাষিদের খামারে শ্রমিকের কাজ করতেন।

মঙ্গলবার সকালে আব্দুর রহমান খান রামগোপালপুর ইউনিয়নের মাছচাষি রফিকের খামারের মাছ বিক্রির জন্য ইজিবাইকে চড়ে ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় আসতেই কিশোরগঞ্জগামী ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুর রহমান খান ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হন ইজিবাইক চালক রাজন মিয়া ও যাত্রী বাদশাহ মিয়া। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত বাদশাহ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।